কুদরতির সীমা কে জানে

কুদরতির সীমা কে জানে।
আপনি করে আপন জিকির
বসে আল-জবানে।।

আল জবানের খবর হলে
তারই কিঞ্চিৎ নজির মেলে
নইলে পাকড়া কথা বলে
উড়িয়ে দিবে সব জনে।।

খোদকে চিনিলে খোদা চিনি
খোদ খোদা বলেছে আপনি
মান আরাফা নাফসাহু বাণী
বোঝ তাঁর কী হয় মানে।।

কে বলোরে আমি আমি
সেই আমি কি এই আমি
লালন বলে কেবা আমি
আমারে আমি চিনিনে।।

(প্রবর্তদেশ)

আল-জবান: আল কোরান। বিশেষ জিহ্বা। সম্যক গুরুর বাক্য বা বাণী বা ভাব।
মান আরা নাফসাহু: যে তার নিজের নফসকে (মন) চিনেছে সে তাঁর আল্লাকে চিনেছে।