মা তোমার গোপাল নেমেছে কালিদায়।
সে যে বাঁচে এমন সাধ্য নাই।।
কালিদায় কমল তুলিতে
দিলে কেন গোপালকে যেতে
মরে সে নাগের হাতে
বিষ লেগে গোপালের গায়।।
কালুকূট কালনাগ যারা
কালিদায় রয়েছে তারা
বিষে করিল জরা জরা
বিষেতে তাঁর প্রাণ যায়।।
কংসের কমলের কারণ
কালিদায় করিল নীলরতন
লালন বলে পুত্রের কারণ
বাঁচবে না যশোদা মায়।।
(কৃষ্ণলীলা)
কালিদা: কালিদহ নদী।
কমল: পদ্ম
কংস: শ্রীকৃষ্ণের মামা, যশোধার ভাই, মথুরার রাজা।