মাবুদত্ব মজুদত্ব খোদা এইদেহে রয়

মাবুদত্ব মজুদ খোদা এইদেহে রয়
কী বস্তু কী আকার সে যে
করো তাঁর নির্ণয়।।

এইদেহের মালেক রব্বানা
কোন মোকাম তাঁর বারামখানা
তাঁর সঙ্গে নাই দেখাশোনা।
থাকি এক জায়গায়।।

প্রমাণ কালামউল্লাতে
নাহ্নু এক রব আয়াতে
আছে বান্দার কলবেতে
আরসে খোদায়।।

বস্তু না হলে পরিচয়
চিনি বওয়া বলদের ন্যায়
বয় ভাড়া লজ্জা তো না পায়
দুষ্ট তেমনি প্রায়।।

বস্তু হাসেল হলে পরে
আকবরী হজ্ব কয় তাহারে
লালন বলে সাক্ষাতে সেজদা করে
বন্দেগী করে আদায়।।

(সাধকদেশ)

বারামখানা: বিশ্রামকেন্দ্র।
নাহনু: কোরানের ভাষা আমরা।
আল্লাহর উচ্চতম পরিষদের সদস্যগণ তথা সম্যক গুরুগণ।
তাঁরাই সমস্ত জগত সৃষ্টি, স্থিতি ও বিনাশ করেন।
তাঁর পরিচালক এবং জগতবাসী তাদের দ্বারা পরিচালিত।