মানুষ ধরোরে নিহারে

মানুষ ধরোরে নিহারে।
উহার মন নয়নে
যোগযোগ করে।।

নিহারায় চেহারা বন্দি
করোরে করো একান্তি
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে;
ত্বরায় দারোগা হয়ে করো বাতা বন্দি
স্বরূপ মন্দিরে।।

স্বরূপে আসন যাহার
পবন হিল্লোলে বিহার
পক্ষান্তরে দেখো এবার
দিবাচক্ষু প্রকাশ করে;
দু পক্ষেতে খেলছে খেলা
নরনারী রূপ ধরে।।

অমাবস্যে পূর্ণমাসী
তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বায়ু বরুণাদি
সে যোগের বাঞ্ছিত আছেরে;
সিরাজ সাঁই বলেরে লালন
মানুষ সাধো প্রেমনীরে।।

(সাধকদেশ)