মেরে সাঁই আজব কুদরতি

মেরে সাঁই আজব কুদরতি
তা কে বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা
ভবের পরে।।

আহাদ রূপ লুকায় হাদি
রূপটি ধরে আহামদি
এ ভেদ না জেনে বান্দা
পড়বি ফ্যারে।।

বাজিকরো পুতুল নাচায়
আপনি তাঁরে কথা কওয়ায়
জীবদেহে সাঁই চালায় ফেরায়
সেই প্রকারে।।

আপনারে চিনবে যে জন
ভেদের ঘরে পাবে সে ধন
সিরাজ সাঁই কয় লালন
কী আর বেড়াও ঢুঁড়ে।।

(প্রবর্তদেশ)

হাদি: হেদায়েত দাতা, আত্মিক বিকাশের জ্ঞানদাতা, পথ প্রদর্শক সম্যক গুরু, কামেল মোর্শেদ।