মকরউল্লার মকর কে বুঝিতে পারে

মকরউল্লার মকর কে বুঝিতে পারে।
আপনি আল্লা আপনি অলি
আপনি আগম নাম ধরে।।

পরওয়ারদিগার মালিক সবার
ভবের ঘাটে পারের কাণ্ডার
তাইতে রাম রহিম নাম তাঁর
প্রকাশ সংসারে।।

কোরানে বলেছে খাঁটি
ওলিয়েম মোর্শেদ নামটি
আহাদ আহামদ সেটি
মেলে কিঞ্চিৎ নজিরে।।

আলিফ যখন লামে লুকায়
আদমরূপ তমনি দেখায়
লালন বলে ভাব জানতে হয়
মুর্শিদ জবান ধরে।।

(সাধকদেশ)

জবান: জিহ্বা বা বাক্য বা জ্ঞান।