মলে ঈশ্বর প্রাপ্ত হবে কেন বলে

মলে ঈশ্বরপ্রাপ্ত হবে কেন বলে।
সেই যে কথার পাইনে বিচার
কারো কাছে শুধালে।।

মলে যদি হয় ঈশ্বর প্রাপ্ত
সাধুঅসাধু এ সমস্ত
তবে কেন তপজপ এতে
করেরে জলে স্থলে।।

যে পঞ্চে পঞ্চভূত হয়
ম’লে যদি তাতে মিশায়
ঈশ্বর অংশ ঈশ্বরে যায়
স্বর্গনরক কোথায় মেলে।।

জীবের এই শরীরে
ঈশ্বর অংশ বলি কারে
লালন বলে চিনলে তাঁরে
মরার ফল তাজায় ফলে।।

(প্রবর্তদেশ)