মন আইনমাফিক নিরিখ দিতে ভাব কি

মন আইনমাফিক নিরিখ দিতে ভাব কি।
কাল শমন এলে বলবি কি।।

ভাবিতে দিন আখের হলো
ষোলআনা বাকি প’লো
কী আলস্য তোরে ঘিরলো
দেখলিনে খুলে আঁখি।।

নিষ্কামী নির্বিকার হলে
জ্যান্ত মরে যোগ সাধিলে
তবে খাতায় উশুল হলে
নইলে উপায় কি দেখি।।

শুদ্ধমনে সকলই হয়
তাও জোটে না তোমায়
লালন বলে করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণপাখী।।

(স্থূলদেশ)

শমন: মৃতুরি পরোয়ানা, মুত্যুমুহূর্ত।
জ্যাক্তে মরা: মরার আগে মরে যাওয়া, মানবীয় আমিত্বের অবসান ঘটিয়ে পরিশুদ্ধি ও স্থির বিশ্রাম প্রাপ্ত হওয়া, নির্বাণ লাভ।