মন আমার কী ছার গৌরব করছো ভবে

মন আমার কী ছার গৌরব করছ ভবে।
দেখ নারে মন হাওয়ার খেলা
হাওয়া বন্ধ হতে দেরী কি হবে।।

বন্ধ হবে এই হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
বুঝে সুঝে হও মন খাঁটি
কে তোরে কত বোঝাবে।।

থাকতে ঘরে হাওয়াখানা
মাওলা বলে ডাক রসনা
কাল শমন করবে রওনা
কখন যেন কু ঘটাবে।।

ভবে আসার আগে যখন
বলেছিলে করব সাধন
লালন বলে সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে।।

(স্থূলদেশ)

হাওয়া খেলা: শ্রাস প্রশ্বাস, বায়ুক্রিয়া।