মন আমার কুসর মাড়ায় জাট হলরে

মন আমার কুসর মাড়াই জাঠ হলরে।
চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে।।

কত রকম করি দমন
কতই করি বন্ধন ছন্ধন
কটাক্ষ মাতঙ্গ মন
কখন যেন যায়রে সরে।।

কপালের ফের নইলে আমার
লোভের কুকুর হইরে এবার
মন গুণে কী হয় জানি
কখন যেন কি ঘটায়রে।।

মালয় পর্বতে কাষ্ঠের
সবে সার হয়, হয় না বাঁশের
লালন বলে মনের দোষে
আমার বুঝি তাই হলরে।।

(সাধকদেশ)

কুসর মাড়াই জাঠ: আখ মাড়াই কল।
কটাক্ষ মাতঙ্গ: নাভির নিচে সিঙ্গমূলে যে মন লোভাতুর হয়ে যৌনলিপ্সায় মাতোয়ারা।
মালয় পর্বতে কাষ্ঠের সবে সার: মালয় পর্বত চন্দন বৃক্ষ আবাদের উৎকৃষ্ট স্থান। এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।