মন জানে না মনের ভেদ

মন জানে না মনের ভেদ
এ কী কারখানা।
এ মনে ও মন করছে ওজন
কোথা সে মনের থানা।।

মন দিয়ে মন ওজন সাই হয়
দুই মনে এক লেখে খাতায়
তাইরি ধরে যোগসাধন।
করগে মনের ঠিকানা।।

মন এসে মন হরণ করে
লোকে ঘুম বলে তারে
কত আনকা নহর, আনকা শহর
ভ্রমিয়ে দেখায় তৎক্ষণা।।

সদাই সে মন বাইরে বেড়ায়
বন্ধ সে তো রয় না আড়ায়
লালন ভণে সন্ধি জেনে
করগে মনের ঠিকানা।।

(সাধকদেশ)