মন কি ইহাই ভাবো আল্লাহ্ পাবো

মন কি ইহাই ভাবো আল্লা পাবো
নবি না চিনে।
কারে বলিস নবি তাঁর
দিশে পালিনে।।

বীজ মালেক সাঁই বৃক্ষ নবি
দিল ঢুঁড়িলে জানতে পাবি
কী বলবো সেই বৃক্ষের খুবি
তাঁর এক ডালে দ্বীন আর ডালে দোনে।।

যে নূরে হয় আদম পয়দা
সে নবির ত্বরিক জুদা
নূরের পেয়ালা খোদা
দিলেন তারে খোদ অঙ্গ জেনে।।

চারকারের উপরে দেখো
রাগপাত্রে সে ছিল কে গো,
যদি পূর্ব পরের খবর রাখো
তবে জানবি লালন নবির ভেদ মানে।।

(নবিতত্ত্ব)

দোনে: দুনিয়া।
জুদা: আলাদা, পৃথক।
চারকার: চারকর্ম।