মন সহজেই কি সই হবা

মন সহজেই কি সই হবা।
ডাবার পর মুগুর প’লে
সেইদিনে গা টের পাবা।
চিরদিন ইচ্ছা মনে
আইল ডিঙ্গায়ে ঘাস খাবা।।

বাহার তো গেল চলে
পথে যাও ঠেলা পেড়ে
কোনদিন পাতাল বাবা;
তবু তোমার যায় না দেখি
তাড়া চলন বদলোভা।।

সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার নিদানে,
অবশ্য মাথায় নিবা;
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
শেষ কালে পস্তাবা।।

ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে দুলে
খাসলতি কিসে ধুবা;
লালন বলে হিসাবকালে
সকল ফিকির হারাবা।।

(স্থূলদেশ)

বাহার: রূপ, যৌবন প্রভাব-প্রতিপত্তি, যশ, খ্যাতি ইত্যাদি।
ইল্লতে: দৃঢ়তাহীন, নিষ্ঠাহীন।