মন তুই ভেডুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া

মন তুই ভেডুয়া বাঙাল জ্ঞানছাড়া।
সদরের সাজ করছো ভালো
পাছবাড়িতে নাই বেড়া।।

কোথা বস্তু কোথারে সে ধন
চৌকি পাহারা দাও হামেশক্ষণ
কাজ দেখি পাগলের মতন
কথায় দেখি কাঠফাঁড়া।।

কোন কোণায় কী হচ্ছে ঘরে
একদিনও তা দেখলি নারে
পিতৃধন তোর নিল চোরে
হলিরে তুই ফোকতাড়া।।

পাছবাড়ি অটোড়া কর
মন চোরারে চিনে ধর
লালন বলে নইলে তোর
থাকবে না মূল এককড়া।।

(প্রবর্তদেশ)

পাছবাড়ি: মনের বাড়ি, অন্তর জগত।
অটোড়া করা: ঘেরাও দিয়ে রাখা, যত্নসহ সংরক্ষণ অন্তর্মুখি করা।