মন তুমি গুরুর চরণ ভুলো না

মন তুমি গুরুর চরণ ভুলো না।
গুরু বিনে এ ভুবনে
পারে যাওয়া যাবে না।।

পারে লয়ে যাবি যাহা
ঠিক রাখো ষোলআনা
সে পারের সম্বল না থাকিলে
পাটনী পার করবে না।।

হকের উপরে থাকবে যখন
লাহুত তুমি চিনবে তখন
এই সত্য জেনে মন
মানুষ তুমি ধরলে না।।

পারের সম্বল লাগবে না
এমন পাগল আর দেখি না
ফকির লালন বলে মন রসনা
করো গুরুর বন্দনা।।

(প্রবর্তদেশ)

লাহত: ফানা অর্থাৎ আমিত্ব বিনাশের মোকাম।