মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি।
পরের ভান ভানতে ভানতে
নিজের ঘরে নাই খোরাকী।
দিনে দিনে কামশক্তি বেড়ে যায়
কামিনীর কাঞ্চন লুটে পিতৃধন খোয়াই
কাঞ্চন কুলায় ঝেড়ে পাছড়ে
চাল নেই শুধু তুষ দেখি।।
আমি ঢেকি ছিলাম পনেরো পোয়া
ভবে এসে কর্মদোষে হই চৌদ্দ পোয়া
যদি হতাম পনের পোয়া
শমনকে দিতাম ফাঁকি।।
পাপ ঢেঁকি যদিও স্বর্গে যায়
তিনবেলা তার ভানা কুটা, লাথি না এড়ায়
লালন বলে নিদানকালে
যেন সদ্গুরুর খাই লাথি।।
(প্রবর্তদেশ)