মনের কথা বলব কারে

মনের কথা বলব কারে।
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যাঁরে।।

মনের তিনটি বাসনা
নদীয়ায় করব সাধনা
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম এ হাল মোরে।।

কটিতে কৌপিন পরিব
করেতে করঙ্গ নিব
মনের মানুষ মনে রাখব
কর যোগাব মনের সিরে।।

যে দায়ের দায় একা মোর মন
রসিক বিনে বুঝবে কোনজন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় তাই বিনয় করে।।

(কৃষ্ণলীলা)

কটিতে কৌপিন: কোমরে বস্ত্র।
করেতে করঙ্গ: হাতে নারকেলে মালা।