মনের মানুষ খেলছে দ্বিদলে

মনের মানুষ খেলছে দ্বিদলে।।
যেমন সৌদামিনী মেঘের কোলে।।

রূপ নিরূপণ হবে যখন
মনের মানুষ দেখবি তখন
জনম সফল হবে ও মন
সে রূপ দেখিলে।।

আগে না জেনে উপাসনা
আন্দাজি কি হয় সাধনা
মিছে কেবল ঘুরে মরা
মনের গোলমালে।।

সেই মানুষ চিনলো যাঁরা
পরম মহাত্মা তাঁরা
অধীন লালন বলে
দেখ নয়ন খুলে।।

(সাধকদেশ)

মনের মানুষ: স্থুলদেহের মধ্যে নিহিত সূক্ষ্মদেহ, আলোকিত সত্তা, নূর মোহাম্মদ।
সৌদামিনী: বিদ্যুত।
উপাসনা: উপ+আসন = উপাসন করা মানে উপাসনা।
যাঁর উপর উপাসনা করা হয় তিনি উপাস্য অর্থাৎ একজন সম্যক গুরু। যিনি উপাসনা করেন তিনি উপাসক।