মনের মনে হলো না একদিনে।
আমি আছি কোথায় আর কোথায়
যাব কার সনে।।
পাকা দালান কোঠা দিব
মহাসুখে বাস করিব।
মনে ভাবলাম না কোনদিনে
যাব শ্মশানে।।
আমার বাড়ি আমার এ ঘর
বলা কেবল ঝকমারী সার
পলকে হইবে সংহার
হবে কোনদিনে।।
কী করিতে কিবা করি
পাপে বোঝাই হলো তরী
লালন কয় তরঙ্গ ভারি
দেখি সামনে।।
(স্থূলদেশ)