মনের ভাব বুঝে নবি মর্ম খুলেছে।
ও কেউ ঢাকা দিল্লি হাতড়ে ফেরে
কেউ দেখে কাছে।।
সিনা আর সফিনার মানি
ফাঁকাফাঁকি দিনরজনী
কেউ দেখে মত্ত কেউ শুনে
আকাশ ধেয়েছে।।
সফিনায় শরার কথা
জানাইলে যথাতথা
কারো সিনায় সিনায় ভেদ পুসিদায়
বলে গিয়েছে।।
নবুয়তে নিরাকার কয়
বেলায়েতে বরজোখ দেখায়
অধীন লালন প’লো পূর্ণ ধোকায়
এই ভেদ মাঝে।।
(প্রবর্তদেশ)
সিনা আর সফিনা: মন ও দেহ, গুপ্ত ও ব্যক্ত।
নবুয়ত: নবির ধর্ম প্রচারাভিযান।
বেলায়েত: বন্ধুত্ব, অভিভাবকত্ব।
বরজোখ: মৃত্যু হতে আরম্ভ করে মাতৃগর্ভ হতে পুনঃজন্মলাভ না করা পর্যন্ত সময়কাল, মধ্যবর্তীকাল।