মরো জিন্দেগী মরণের আগে

মরো জিন্দেগী মরণের আগে।
দেখে শমন যাক ভেগে।।

আয়ু থাকিতে আগে মরা
সাধক যে তাঁর এমনি ধারা
প্রেম উন্মাদে মাতোয়ারা
সে কি বিধির ভয় রাখে।।

মরে যদি ভেসে ওঠে
সে তো বেড়ায় ঘাটে ঘাটে
মনে অমনি ভোব শ্রীপাটে
শমনের অধিকার ত্যাগে।।

মরণের আগে মরে যে
বাঁচে সে মরণের পিছে
কররে মন সে সব দিশে
ফকির লালন কয় ডেকে।।

(সাধকদেশ)