ময়ূররুপে কে গাছের ‘পরে

ময়ূররুপে কে গাছের ‘পরে
দুই ঠোঁটে তসবি জপ করে।।

গাছের গোড়ায় করিম রহিম শুনি
গাছের নাম রেখেছেন সাঁই রব্বানী
গাছের চারটি শাখা, দেখতে বাঁকা
কোন শাখায় কোন রঙ ধরে।।

তিপ্পান্ন হাজার সেই গাছের নাম
সেই নামটি হয় মারফতি মোকাম
ডাকলে একনাম ধরে, জীবের যতো পাপ হরে
সাধ্য কি জীবে এতো পাপ করে।।

সওর লাখ আঠারো হাজার দল
নাম নিতে গেলো এতোকাল
সিরাজ সাঁই বলছে, লালন এসে
কী করলী ভবের পারে।।

তসবি: ভাসমান থাকা, নিম্নমানের মানুষ আপন গুরুর পবিত্রতা পরকাশ করতে পারে না, মৌখিক প্রশংসা করে, ভাবার্থে তসবি বলে। তসবি মানে কখনো বস্তুগত কোনো কিছুকে বোঝানো হয় না।
মারফতী: আধ্যাত্মিক জ্ঞানগত স্তর বিশেষ।