মুখের কথায় কি চাঁদ ধরা যায়

মুখের কথায় কি চাঁদ ধরা যায়।
রসিক না হলে।
সে চাঁদ দেখলে অমনি
ত্রিজগৎ ভোলে।।

শম্বুরসের উপাসনা
জানিলে রসিক হয় না
গজমতী গোরোচনা
নানা শস্য যাতে ফলে।।

মনমোহিনীর মনহরা
যে রসে পড়েছে ধরা
জানতে পারে রসিক যাঁরা
অহিমুণ্ড উভয় ধীর হলে।।

নিগূঢ় প্রেম রসরতির কথা
জেনে মুড়াও মনের মাথা
কেন লালন ঘুরছো বৃথা
শুদ্ধ সহজ রাগের পথ ভুলে।।

(সাধকদেশ)