মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল

মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল।
এ সংসারে তাঁরে চিনা না গেলো।।

চার যুগে সে রয় গোপনে
দেখা নাই করো সনে
ব্রহ্মা বিষ্ণু না পায় ধ্যানে
মুনিগণ ঘুরে ম’ল;
নূরনবিকে মেহের করে
আপনি দিদার দিল।।

ইঞ্জিল, তৌরাত, জব্বুর, কোরান
চার কেতাব করলেন সোবহান
কোনটা তাঁর করলেন নিশান
তার প্রমাণ জগতে আর কে র’ল;
সে কখন কোন ধেয়ানে থাকে
কিছুই না জানা গেলো।।

সাধুর জবানে শুনি
ধরাতে আছেন ধনি
কথা কয় না গুণমণি
চেনা বিষম দায় হল;
ভেবে লালন বলে ম’লাম ঘুরে
মানুষ জনম অসার হলো।।

(সাধকদেশ)

ইঞ্জিল: ঈশা (আঃ) নবির কালাম।
তৌরাত: মুসা (আঃ) নবির কালাম।
জব্বুর: দাউদ (আঃ) নবির কালাম।
কোরান: কোরান কখনও কেতাব নয়। বরং এটি কেতাবের অংশ বিশেষ। অর্থাৎ কেতাবকে পরিচিত করে দিবার জন্য কিছু কথার সমষ্টি। সকল ধর্মগ্রন্থই কেতাবের অংশমাত্র।
সোবহান: বিষয়মোহর উপর যিনি ভাসমান।