মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে

মুর্শিদতত্ত্ব অথৈ গভীরে।
চার রসের মূল সেই রস
রসিকে জানতে পারে।।

চার পথের চার নায়েক জানি
খাক অতশ পবন পানি
মুর্শিদ বলে কারে মানি
দেখো দেখি হিসাব করে।।

শরিয়ত তরিকত আর যে
হকিকত মারফত লিখেছে
এই চার ছাড়া পথ আছে
জানে দরবেশ ফকিরে।।

পনের পোয়া দেহের বলন
করতে যদি পার লালন
তবে স্বদেশের চলন
জানবি সেই অনুসারে।।

(সাধকদেশ)