না জানি ভাব কেমন ধারা

জানি ভাব কেমন ধারা।
জানিয়ে পাড়ি ধরে
মাঝ দরিয়ায় ডুবলো ভারা।।

হরনাল করনাল মৃণালে
শকলে সু-ধারায় চলে
বিনা সাধনে এসে রণে
পুঁজি পাট্টা হলাম হারা।।

সেই নদীর ত্রিধারা
কোন ধারে তার কপাট মারা
কোন ধারে তার সহজ মানুষ
সদাই করে চলাফেরা।।

অবোধ লালন বিনয় করে
একথা আর বলবো কারে
রূপদর্শন দর্পণের ঘরে
হলাম আমি পারাহারা।।

(প্রবর্তদেশ)

হরনাল, করনাল, শকনাল: প্রভৃতি দেহের বিভিন্ন চক্রের বৈষ্ণতা পরিভাষাগত নাম।
পারাহারা: পারদহীন, চিত্রশূন্য।