না পড়িলে দায়েমী নামাজ

না পড়িলে দায়েমী নামাজ
সে কি রাজী হয়।
কোথায় খোদা কোথায় সেজদা
করি সদাই।।

বলেছে তাঁর কালাম কিছু
আন্তা আবুদু ফান্তা রাহু
বুঝিতে হয় বোঝ কেহ
দিন বয়ে যায়।।

এক আয়াতে কয় তাফাক্কারুন
বোঝ তাহার মানে কেমন
কলুর বলদের মতন
ঘুরার কার্য নয়।।

আঁধার ঘরে সর্প ধরা
সাপ নাই প্রত্যয় করা
লালন তেমনি বুদ্ধিহারা
পাগলের প্রায়।।

(প্রবর্তদেশ)

দায়েমী: সার্বক্ষণিক সব সময়।
সেজদা: সম্পূৰ্ণরূপে বস্তু নিক্ষে একটি মানসিক সমর্পিত হল। এই জন্য সেজদা অবস্থায় দেহ হতচেতন বা অবচেতন থাকে।
আন্তা আবুদু: যাতে তোমরা ইবাদত কর।
ফান্তা ক্লাহ: অতপর আমরা তাকে দেখাই।
আয়ত: আল্লাহ এবং তাঁর ব্লাসুলের পরিচয়কে আয়াত বলে। বাক্য ক্রয় বোঝাতে চাইলে কোরানে একেক কালাম বলা হতো। বোঝার জন্য আমরা বাক্যকে এক একটু আয়’ বলে থাকি।
তাফাক্কারুণ: তাদাববুর করার শক্তি পূর্ণতাপ্রাপ্ত হলে যে কোন বিষয় জানার জন্য অস্ত্রদৃষ্টি নিক্ষেপ করে তাৎক্ষণিক জেনে নেওয়াকে তাঁর প্রথা ত্যাকারণ বলে। তাফাক্কুরকারী যখন যা জানতে চায় তা অন্তরদৃষ্টি দিয়ে জেনে নেয়।