নাম সাধন বিফল বরজোখ বিনে

নাম সাধন বিফল বরজোখ বিনে।
এখানে সেখানে বরজোখ মূল ঠিকানা
তাই দেখো মনে মনে।।

বরজোখ ঠিক না হয় যদি
ভোলায় তাঁরে শয়তান গিধি
ধরিয়ে রূপ নানান বিধি
তারে চিনবি কীরূপ প্রমাণে।।

চার ভেঙ্গে দুই হল পাকা
এই দুই বরজোখ লেখাজোখা
তাতে প’ল আরেক ধোঁকা
দুইদিক ঠিক কিসে হয় ধেয়ানে।।

যমন নৌকা ঠিক নাই বিনা পারায়
নিরাকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বরজোখ না চিনে।।

(প্রবর্তদেশ)

বরজোখ: গুরুর রূপধ্যান করা।