নারীর এতো মান ভাল নয় গো কিশোরী

নারীর এতো মান ভাল নয় গো কিশোরী।
যতো সাধে শ্যাম আরও মান
বাড়াও ভারি।।

ধন্য তোর বুকের জোর
কাঁদাও জগত ঈশ্বর
করে মান জারি;
ইহার প্রতিশোধ কি না নিবেন
সেই হরি।।

ভাবেতে বুঝলাম দড়
শ্যাম হইতে মান বড়
হলো তোমারি;
থাক থাক রাই দেখব
সব ভারিভুরি।।

দেখেছ কে কোথায়
পুরুষকে নারীর পায়ে ধরায়
সে কোন নারী;
লালন কয় বিন্দের
মান এতই ভারি।।

(কৃষ্ণলীলা)