নীরে শুনি নিরঞ্জন হলো

নীরে শুনি নিরঞ্জন হলো।
নূর ছিলো কি পাঁজা পাঁজা
এরা কোন নূরে এলো।।

কোন নুরে হয় আসমানজমিন
কোন নূরে হয় পবন পানি
কোন নূরে ভাসিলেন গনি
সে নূরে কোন নূর আসিল।।

তুয়া নামে রক্ত পয়দা
কোন নূরে গঠিল খোদা
আরস কুরসি মোহাম্মদ
কোন নুর জুদাই করিল।।

আদম বলো কোন্ নূরে হয়
মা হাওয়া কি সে নূরে নয়
কয় রতি নূর ঝরে কোথায়
ইহার ভেদ খুলে বলো।।

মোহাম্মদ যে নূরে হয়
খাতুন জান্নাত কি সে নূরে নয়
সিরাজ সাঁই কয় লালন তোমায়
দেখো কোথা নূরের বসতি ছিলো।

(সিদ্ধিদেশ)

নূর: উচ্চমানের দেহমনের মাঝে আল্লাহর নূর বিকশিত হয়। নূর অর্থ আলো। এই নুর বস্তুগত নয়। আল্লাহ দেহমনের আলো।
তুয়া: সম্যক গুরুদেহ, জান্নাতের বৃক্ষ।
আসল কুরসি: বিশেষ আসন, সিংহাসন।
আতুনে জান্নাত: জান্নাতের নারীদের নেতাকে খাতুন জান্নাত বলে। যেমন, খাতুনে জান্নাত ফাতেমা (আ.)।