নবি এ কি আইন করিলেন জারি।
পিছে মারা যায় আইন
সাধভাষা ভারি।।
শরিয়ত আর মারেফত আদায়
নবির হুকুম এই দুই সদাই
শরা, শরিয়ত, বেলায়েত, মারেফত
জানতে হয় গভীরি।।
নবুয়তে অদেখা ধিয়ান
বেলায়েত রূপ নিশান
নজর একদিক যায়
আরেক দিক আঁধার হয়
দুইরূপ কিরূপে ঠিক করি।।
শরাকে সরপোষ লেখা যায়
বস্তু মারেফত ঢাকা আছে তায়
সরপোষ থুই তুলে কী দিই ফেলে
লালন বস্তু ভিখারী।।
(নবিতত্ত্ব)
শরিয়ত: কার্মেল মোর্শেদ সম্যক গুরুর দেয়া ভক্তের জন্য জীবন বিধান।
মারেফত: জ্ঞান রহস্য।
শরা: প্রচলিত অনুষ্ঠান প্রধান ধর্মাচার, অন্তসারশূন্য রাজকীয় চটক।
নবুয়ত: স্বর্গীয় প্রচার অভিযান।
বেলায়েত: বন্ধুত্ব, অধ্যাত্মিক উত্তরাধিকার বা সর্বকালীন সার্বজনীন মোহাম্মদের উপস্থিতি।