নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে

নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে।।
শুনে আলী কহিছে তখন, দেখে এলেন আল্লা কেমন
নবি কয় ঠিক তোমার মতন
করো আমল আমি বল যাঁরে।।

এসে আবু বকর সিদ্দিক বলে, আল্লা কেমন দেখে এলে
রূপটি কেমন দেবেন বলে
নবি বলে তুমি দেখ তোমারে।।

তারপর কহিছে ওমর, কেমন আল্লার আকার প্রকার
নবি কয় ঠিক তোমার আকার
আনাল হক তাই কোরান ফুকারে।।

পরে জিজ্ঞাসিল ওসমান গনি, আল্লা কেমন বলেন শুনি
নবি কয় যেমন তুমি
তেমন ঠিক পরোয়ারে।।

নবি মেরাজে গিয়ে, যে ভেদ তিনি এলেন নিয়ে
নবিজী যা বুঝাইল, চারজন চার মতে প’লো
লালন প’লো মহাগোলে ৷।

(প্রবর্তদেশ)

মেরাজ: চেতনালোকের উর্ধ্বে আরোহন, দেহমনের সীমা অতিক্রম করে সম্যক গুরুর সাথে স্থায়ী সংযোগ প্রতিষ্ঠা।
আনাল হক: আমিই আল্লাহ, স্বয়ং, পরম সত্য।