নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।

কোন নবি হইল ওফাত
কোন নবি বান্দার হায়াত
লেহাজ করে জানলে লেহাজ
যাবে মনের সংশয়।।

যে নবি পারের কাণ্ডার
জিন্দা সে চার যুগের উপর
হায়াতুল মুরসালিন নাম তাঁর
সেই জন্য কয়।।

যে নবি আজ সঙ্গে তোরও
চিনে মন তাঁর দাওন ধরো
লালন বলে পারের কারো
সাধ যদি রয়।।

(স্থূলদেশ)

নবি: নবিগণের জীবন, নুরে মোহাম্মদী। কেন্দ্রের সাথে যিনি আছেন তিনি নবি। দেহমনের আকাশ মাটির যা কিছু আছে তাঁর কেন্দ্রবিন্দুর সঙ্গে যিনি আছেন তিনি নবি।
নাবা’ শব্দ থেকে নবি। নাবা অর্থ খবর। নবি অর্থ খবরদাতা। আল্লাহর খবরদানকারী বিশেষ পর্যায়ের পথ প্রদর্শক। প্রত্যেক জাতি তার নবি দ্বারা বিশ্বে পরিচিতি লাভ করবে।
ওফাত: স্থূলদেহ ত্যাগ করা।
হায়াতুল মুরসালিন: জন্মমৃত্যু চক্রের অতীত, সর্বকালীন মুক্তসত্তা, জন্মমৃত্যুহীন মহাপুরুষ।