নবির তরিকতে দাখিল হলে সকলই জানা যায়।
কেনরে মন কোলের ঘোরে
ঘুরছো ডানে বাঁয়।।
আউয়ালে বিসমিল্লা বর্ত
মূল বটে তার তিনটি অর্থ
আগমে বলেছে সত্য
সে ভেদ ডুবে জানতে হয়।।
নবি আদম খোদ বুদ খোদা
এ তিন কভু নাহি যুদ
আদমকে করিলে সেজদা
আলকজনাই পায়।।
যথায় আলিফ মোকাম বাড়ি
সফিউল্লা তাহার সিঁড়ি
লালন বলে মনের বেড়ি
লাগাও মুর্শিদের পায়।।
(প্রবর্তদেশ)
আউয়ালে বিসমিল্লা: আদিতে আল্লাহর তাঁর সাথে সংলগ্ন অবস্থা।
আলকজনা: কাফ শক্তিসম্পন্ন পরম গুরুসত্তা।
সফিউল্লা: আদমের একনাম, সাফায়াতকারী, উপস্থিত একজন সদ্গুরু।