নজর একদিক দেওরে

নজর একদিক দেওরে।
যদি চিনতে বাঞ্ছা হয় তাঁরে।।

লামে আলিফ রয় যমন
মানুষে সাঁই আছে তমন
নীরে ক্ষীরে তেমনি মিলন
বলতে নয়ন ঝরে।।

কে ছোট কে গাছ বীজে
কে আগে কে হল পিছে
দাসী হলে গুরুর কাছে
দেখায় দুই চোখ ধরে।।

না বুঝে যায় সে কাজে
বলব কি কথা মরি লাজে
লালন বলে দুই নৌকায় পা দিলে
অমনি পাছা যায় চিরে।।

(প্রবর্তদেশ)