নজর একদিক দিলে আর একদিকে
অন্ধকার হয়।
নরে নূরে দুটি নিহার
কোনধারায় মন রাখা যায়।।
আইন জারি জগতজোড়া
সেজদা হারাম খোদা ছাড়া
মুর্শিদ বরজোখ সামনে খাড়া
সেজদার সময় থুই কোথায়।।
সকল রাবেতা বলে
দুই বরজোখ লেখে দলিলে
কারে রেখে কারে ফেলে
একমনে দুই কৈ দাঁড়ায়।।
বেলায়েতের হলে বিচার
ঘুচে যেত ঘোর অন্ধকার
লালন ভেড়ে এধার ওধার
দোধারাতে খাবি খায়।।
(প্রবর্তদেশ)
বারেতা: গুরুর চেহারা বা রুপধ্যান।
বেলায়েত: নবির প্রত্যক্ষ অনুপস্থিতিতে তাঁর আধ্যাত্মিক রাজত্বের জন্য উত্তরাধিকারীকপে মনোনীত প্রতিনিধি রসুল বা গুরুগণের ধারাবাহিকতা।