নতুন দেশের নতুন রাজন

নতুন দেশের নতুন রাজন।
এসেছে এই নদে ভুবন।।

যার অঙ্গে এই অঙ্গধারণ
তাঁরে তো চিন নাই তখন
মিছে কেন করছে রোদন
ওগো যশোদা এখন।।

ভাবনা কি আর আছে তোমার
তোমার তো গৌরাঙ্গ কুমার
সাঙ্গপাঙ্গ লয়ে এবার
শান্ত করি এ ছার জীবন।।

ভক্তি ভক্তের সঙ্গধারী
অভক্তের অঙ্গ না হেরি
লালন কয় সে বিনয় করি
আমার কেবল মিছে যাজন।।

(গৌরলীলা)

রাজন: রাজা তথা মহাপ্রভু।
রোপন: কান্না।