ও যার আপন খবর আপনার হয় না

ও যার আপন খবর আপনার হয় না।
আপনারে চিনতে পারলেরে
যাবে অচেনারে চেনা।।

নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়, দেখ না;
ঢাকা-দিল্লি হাতড়ে ফিরি
কোলের ঘোর তো যায় না।।

আত্মারূপে কর্তা হরি
নিষ্ঠা হলে মিলবে তারই ঠিকানা।
বেদ বেদান্ত পড়বি যতো
বাধবে ততো লখনা।।

আমি আমি যে বলে মন
যে জানে তাঁর চরণ স্মরণ নেনা;
লালন বলে মনের ঘোরে
হলাম চোখ থাকিতে কানা।।

(প্রবর্তদেশ)