ও মন যে যা ভাবে সেইরূপ সে হয়।
রাম রহিম করিম কালা
একই আল্লা জগতময়।।
কুলে সাঁই মোহিত খোদা
আল জবানে কয় সে কথা
যার নাই আচার বিচার
বেদ পড়িয়ে গোল বাঁধায়।।
আকার সাকার নাই নৈরাকারে
একে অস্ত উদয় নির্জন ঘরে
রূপ নিহারে এক বিনেরে
কি তা দেখা যায়।।
এক নিহারে থেকো মন আমার
ভজো নারে দুন আল্লার
লালন বলে একরূপ খেলে
ঘটে পটে সব জায়গায়।।
(সাধকদেশ)
কুল্লে সাঁই মোহিত: সবকিছু আল্লাহর গুণে মিশে আছে।