ওগো মানুষের তত্ত্ব বলো না

ওগো মানুষের তত্ত্ব বলো না।
ভাবের মানুষ কয়জনা।।

এই মানুষে আছেরে মন
যারে বলি মানুষ রতন
মনের মানুষ অধর মানুষ
সহজ মানুষ কোনজনা।।

অটল মানুষ রসের মানুষ,
সোনার মানুষ, ভাবের মানুষ, সরল মানুষ
সেই মানুষটি কোনজনা।।

ফকির লালন বলে
মানুষ মানুষ সবাই বলে
এই মানুষে সেই মানুষ
কোন মানুষের করি ভজনা।।

(সিদ্ধিদেশ)

মনের মানুষ: যিনি মনের চালক।
অধর মানুষ: যিনি ধরাছোঁয়ার উর্ধ্বে।
সহজ মানুষ: একজন কামেল মোর্শেদ বা সম্যক গুরুসত্তা। একাদিক্রমে তিনিই নানারূপে অটল মানুষ, রসের মানুষ, সোনার মান, ভাবের মানুষ এ সরল মানুষ।