ওগো রাইসাগরে নামলো শ্যামরায়

ওগো রাইসাগরে নামলো শ্যামরায়।
তোরা ধর গো হরি ভেসে যায়।।

রাই প্রেমের তরঙ্গ ভারি
তাতে থৈ দিতে কি পারবে হরি
ছেড়ে রাজস্ব প্রেমের উদ্দেশ্য
কৃষ্ণের ছিন্ন কাঁথা উড়ে গায়।।

চার যুগেতে ঐ কেলে সোনা
তবু শ্রীরাধার দাস হইতে পারলো না
যদি হতো দাস যেতো অভিলাষ
প্রভু আসতো না এই নদীয়ায়।।

তিনটি বাঞ্ছা অভিলাষ করে
হরি জন্ম নিলেন শচীর উদরে
সিরাজ সাঁইর চরণ ভেবে কয় লালন
সে ভাব জানলে প্রেমে রসিক হয়।।

(নিমাইলীলা)