ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না।
নিরঞ্জন সে প্যাঁচের ধারা
সে ভেদ বোঝা গেলো না।।
ছিলো নুরের বিম্বু
ছিলো নৈরেকার সিন্ধু
তখন আমার দীনবন্ধু
আওয়াজ করে এ ভেদ বলতে মানা।।
পঞ্চনূরী পঞ্চ অঙ্গে
দাঁড়িয়ে ছিলো প্রেমতরঙ্গে
আলিফ লাম মিম কোন অঙ্গে
তখন খেলকা তহবন্দ ছিলো না।।
খেলকা ছিলো মায়ের উদরে
নেংটা এলাম ভাসসাগরে
লালন বলে বিচার করে
তখন লজ্জা শরম ছিলো না।।
(নূরতত্ত্ব)