ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী

ঐ গোরা কি শুধুই গোরা
ওগো নাগরী।
দেখি দেখি ঠাওরে দেখি
কেমন ছিরি।।

শ্যাম অঙ্গে গৌরাঙ্গ মাখা
নয়ন দুটি বাঁকা বাঁকা
মন জেনে দিচ্ছে দেখা
ব্রজের হরি।।

না জানি কোন ভাব লয়ে
এসেছে শ্যাম গৌর হয়ে
কদিন বা রাখবে ঢেকে
নিজ মাধুরী।।

যে হোক সে হোক গোরা
করল কূলের কূলছাড়া
লালন বলে দেখলো যাঁরা
সৌভাগ্য তারি।।

(গৌরলীলা)