ও গৌরের ভাব রাখিতে
সামান্যে কি পারবি তোরা।
কূলশীলে ইস্তফা দিয়ে
হইতে হবে জান্তে মরা।।
থেকে থেকে গোরার হৃদয়
কত না ভাব হয় গো উদয়
ভাব জেনে ভাব দিতে সদাই
জানবি কঠিন কেমন ধারা।।
পুরুষ নারীর ভাব থাকিতে
পারিবিনে সে ভাব রাখিতে
আপনার আপনি হয় ভুলিতে
যে জন গৌররূপ নিহারা।।
গৃহে ছিলি ভালই ছিলি
কেন গৌরহাটায় মরতে এলি
লালন বলে কী আর বলি
দুকূল যেন হস্নে হারা।।
(গৌরলীলা)