অজান খবর না জানিলে কিসের ফকিরি

অজান খবর না জানিলে কিসের ফকিরি ।
যে নূরে নূরনবি আমার
তাঁহে আরশ বাড়ি।।

বলব কি সে নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা,
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি।।

মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঝলক দিচ্ছে তারি।।

সিরাজ সাঁই বলেরে লালন
করগে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থাক রে নেহারি।।

(নূরতত্ত্ব)