অনেক ভাগ্যের ফলে
সে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে
দ্বিদলে তাঁর কিরণ উদয়।।
যথারে সেই চন্দ্র ভুবন
দিবারাতের নাই আলাপন
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলী চঞ্চলে সদাই।
বিন্ধু মাঝে সিন্ধুবারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধরচাঁদের বিরাজপুরী
সেহি তো তিল পরিমাণ জা’গায়।।
দরশনে দুঃখ হরে
পরশনে স্বর্ণ করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায়।।
(সাধকদেশ)