অন্তিমকালের কালে ও কী হয় না জানি

অন্তিমকালের কালে
কী হয় না জানি।
কী মায়াঘোরে
কাটালি হারে
দিনমনি।।

এনেছিলে বসে খেলে
উপার্জন কই কী করিলে
নিকাশের বেলা
খাটবে না ভোলা
আউলা বাণী।।

জেনে শুনে সোনা ফেলে
মন মজালে রাঙ পিতলে
এ লাজের কথা
বলব কোথা
মন এখনি।।

ঠকে গেলাম কাজে কাজে
ঘিরিল উনপঞ্চাশে
লালন বলে মন
কি হবে এখন
বলরে শুনি।।

(প্রবর্তদেশ)

আউলা বাণী: অজুহাত, ওজর-আপত্তি।