অপারের কাণ্ডার নবিজী আমার

অপারের কাণ্ডার নবিজী আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।
নবি আউয়াল আখের বাতেন জাহের
কখন কোন রূপধারণ করেন কোনখানে।।

আল্লাহ নবি দুটি অবতার
গাছ বীজ যেরূপ দেখি সে প্রকার
সুবুদ্ধিতে কর তাঁর বিচার
গাছ বড় কি ফলটি বড় নেও জেনে।।

আসমান জমিন জলধি পবন
যে নবির নূরে হয় সৃজন
বলো কোথায় ছিল সে নবির আসন
নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।

আত্মতত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে সাঁইয়ের নিগূঢ় কারখানা
রাসুল রূপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে।।

(নবিতত্ত্ব)

আউয়াল: আদি, অনন্ত
আখের: আখেরাত অর্থ শেশ পরকাল অর্থাৎ পুনজীবন বা নতুন জীবন।
বাতেন: গোপন, অদৃশ্যমান।
জাহের: প্রকাশ্য, দৃশ্যমান।
ফাজেল: সম্যক জ্ঞানী।