পার করো হে দয়াল চাঁদ আজ আমারে।
কম হে অপরাধ আমার
এ ভব কারাগারে।।
পাপী অধম জীব হে তোমার
তুমি যদি না করো পার
দয়া প্রকাশ করে;
পতিতপাবন পতিতনাশন
কে বলবে আর তোমারে।।
হইলে তোমার কৃপা
সাধন সিদ্ধি সে বা কোথা
কে জানতে পারে;
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দাও মোর অন্তরে।।
জলে স্থলে সর্ব জায়গায়
তোমারই সব কীর্তিময়
ত্রিবিধ সংসারে;
তাই না বুঝে অবোধ লালন
প’লো বিষম ঘোরতরে।।
(স্থূলদেশ)