পারে কে যাবি নবির নৌকাতে আয়

পারে কে যাবি নবির নৌকাতে আয়
রূপকাষ্ঠের নৌকাখানি
নাই ডুবার ভয়।।

বেশরা নেয়ে যারা
তুফানে যাবে মারা
একই ধাক্কায়;
কী করবে তোর শরার কাজী
থাকবে কোথায়।।

নবি না মানে যারা
মোয়াহেদ কাফের তারা
এই দুনিয়ায়;
ভজনে তাঁর নাই মজুরি
দলিলে ছাপ লেখা রয়।।

যেহি মুর্শিদ সেই তো রসুল
ইহাতে নাই কোনো ভুল
খোদাও সে হয়;
লালন কয় না এমন কথা
কোরানে কয়।।

(স্থূলদেশ)

নবির নৌকা: কামেল মোর্শেদ বা সম্যক গুরুর আদর্শিক লয়। এর আরোহীরা বিষয়রাশির সংস্কার সমুদ্রে পাহাড়ের মতো সমাপ্ত ঢেউ কেটে চলে।
শরার কাজী: প্রচলিত অনুষ্ঠানবাদী ও লোক দেখানো রাজসিক ধর্মের চালক বাহক কেঠোমোল্লা বলয়।